Header Ads

Header ADS

ইসলাম প্রচার বন্ধের দাবিতে হল্যান্ডের মসজিদে বর্ণবাদীদের হামলা

                  আমস্টারডামের আমির সুলতান মসজিদ


হল্যান্ডের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসলাম-বিদ্বেষী উগ্রবাদীরা। 
সম্প্রতি দেশটির রাজধানী আমস্টারডামের আমির সুলতান মসজিদ ওই হামলার শিকার হয়।
ওই হামলাকারীরা  বর্ণবাদী ও ইসলাম-বিদ্বেষী লেখা খচিত কয়েকটি প্ল্যাকার্ড ওই মসজিদে ঝুলিয়ে দেয়। 
তাদের একটি প্ল্যাকার্ডে লেখা ছিল 'ইসলাম প্রচার অবশ্যই বন্ধ করতে হবে এবং আমরা মসজিদ চাই না'।
মসজিদটির পরিচালনা কমিটি এই হামলার নিন্দা জানিয়েছে। মুসলমানদের উত্তেজিত করাই ওই হামলার উদ্দেশ্য ছিল বলে মসজিদ-কমিটি এক বিবৃতিতে উল্লেখ করেছে।  বর্ণবাদীদের উস্কানিমূলক তৎপরতার ফাঁদ এড়িয়ে চলতে মুসলমানদের পরামর্শ দিয়েছে হল্যান্ডের ওই মসজিদ। হল্যান্ডের পুলিশ এ ঘটনার বিষয়ে তদন্ত চালাবে বলে ঘোষণা করেছে।
হল্যান্ডের জনসংখ্যা এক কোটি ৭০ লাখ। দেশটির মুসলমানের সংখ্যা প্রায় নয় লাখ তথা মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ। 
নানা পরিসংখ্যানে দেখা গেছে গত দুই বছরে হল্যান্ডে ইসলাম-বিদ্বেষী তৎপরতা লক্ষণীয় মাত্রায় বেড়েছে।  
কপি টু পার্সটুডে

No comments

Powered by Blogger.