হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ যখন তাশাহহুদ পাঠ করবে, তখন তারআল্লাহর নিকট ৪টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা উচিতঃ সে বলবে, “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকামিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবরি ওয়া মিন ফিতনাতিল মাহ
হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ যখন তাশাহহুদ পাঠ করবে, তখন তারআল্লাহর নিকট ৪টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা উচিতঃ সে বলবে, “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকামিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল- (হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর আযাব থেকে এবং মাসীহের দাজ্জাল অর্থাৎ যে প্রতারক ঈসা (আ)-এর হাতে নিহত হবে তার ফিতনা থেকে।)[রিয়াযুস স্বা-লিহীন :: বই ১৬ :: হাদিস১৪২৩যিকিরের ফযীলত ও এ ব্যাপারে উদ্বুদ্ধ করা অধ্যায়]
No comments