Header Ads

Header ADS

প্রশ্ন : যে রাতটি লাইলাতুল কদর হবেসেটি বুঝার কি কোন আলামত আছে?উত্তর : হাঁ, সে রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে। সেগুলো হল :(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বাশীতের তীব্রতা থাকবে না।(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকব

প্রশ্ন : যে রাতটি লাইলাতুল কদর হবেসেটি বুঝার কি কোন আলামত আছে?উত্তর : হাঁ, সে রাতের কিছু আলামত হাদীসে বর্ণিত আছে। সেগুলো হল :(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বাশীতের তীব্রতা থাকবে না।(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।(সহীহ ইবনু খুযাইমাহ- ২১৯০, বুখারী০২০২১, মুসলিম- ৭৬২ নং হাদীস)

No comments

Powered by Blogger.