আল্লাহর হক সমপরকে কিছু কতা পরুন সবাই
১. সালাত ত্যাগ করলে, তওবা করবেন এবং পুণরায় সালাত শুরু করবেন।এটা আল্লাহর হক। সুতরাং, সালাত বর্জনের কারণে তার কাছে তওবা করবেন।২. যদি কারো টাকা আত্নসাৎ করে থাকেন, তবে তার জন্য আপনাকে দুটো কাজ করতেই হবে--ক. প্রথমে আত্নসাৎকৃত টাকা ফেরত দিবেন।তারপর সেই লোকের নিকটে ক্ষমা চাইবেন।খ. সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন। কেননা, আপনি হারাম কাজ করেছেন। তাই মহান রবের দরবারেও ক্ষমা চাইতে হবে।মোট কথা, রবের হক নষ্ট করলে কেবল রবের নিকটেই তাওবা করবেন।আর যদি বান্দার হক নষ্ট করেন, তবে আল্লাহ এবং বান্দা -- উভয়ের কাছেই ক্ষমা চাইবেন।

- Item 1
- Item 2
No comments