
ঘুমানোর আগে এই দোয়া'টা পড়ে ঘুমাবেন।রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- রাতে যে লোক নিজ বিছানায় শোয়ারইচ্ছা করে তারপর ডান কাতে শুয়ে একশ’বার কুলহু আল্লাহু আহাদ’ (সূরা এখলাস) পাঠ করে, কেয়ামতের দিন পরোয়ারদেগার তাকে বলবেন,“হে আমার বান্দা! তুমি তোমার ডান দিক দিয়ে বেহেশতে প্রবেশ কর।”হাদীসে কুদসীতিরমিযী এ হাদীসটি হযরত আনাস (রা) থেকে সংগ্রহ করেছেন।সবার সাথে শেয়ার করুন। আপনার উছিলায় কেউ আমল শুরু করলে আপনিও সও
No comments