দুয়ার আদববের বিবরন
দু'আ 'র আদবের বিবরন দুআয় উচ্চস্বর পরিহার করাঅনেক মানুষকে দেখা যায় তারা দুআ করার সময় স্বর উচু করেন বা চিৎকার করে দুআ করেন। এটা দুআরআদবের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামীন বলেন :ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ(الأعراف :55)তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালকের কাছে দুআ কর; তিনি সীমালংঘনকারীদেরপছন্দ করেন না। (আল-আরাফ : ৫৫)এ আয়াতে গোপনে দুআ করতে বলা হয়েছে এবং দুআয় সীমালংঘন সম্পর্কে সতর্ক করা হয়েছে।প্রায় সকল তাফসীরবিদের অভিমত হল এ আয়াতে সীমালংঘনকারী বলতে তাদের বুঝানো হয়েছে যারা উচ্চ আওয়াযে দুআ করে।দুআ-মুনাজাত : কখন ও কিভাবেদুআ-মুনাজাত - বিবরনফায়সাল বিন আলী আল-বা’দানী
No comments