Header Ads

Header ADS

রমজানের শেষ দশদিনে কি উমরা করা মুস্তাহাব?

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে উমরা
পালন করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। ইমাম বুখারি (১৭৮২) ও
মুসলিম (১২৫৬) ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, তিনি
বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“রমজান মাসে একটি উমরা পালন- হজ্জের সমতুল্য।”
এ হাদিসের বিধান গোটা রমজানকেই শামিল করে; শুধু শেষ
দশদিনকে নয়।
আল্লাহই ভাল জানেন।

No comments

Powered by Blogger.