Header Ads

Header ADS

মৌলভীবাজারে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত



মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।  
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁওয়ে এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম আবদুল বাছিত। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।   
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দোহা বলেন, আজ সকালে হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁওয়ে পৈতৃক সম্পত্তিতে হালচাষ শুরু করেন শাহিদ আলী। এ সময় শাহিদকে জমি চাষ করতে বাধা দেন তাঁর বড় ভাই আবদুল বাছিত। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠি নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে দুজনই গুরুতর আহত হন। 
ওসি আরো বলেন, আহত দুজনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিল তাঁদের ছোট ভাই খসরু মিয়া ও এলাকাবাসী। পথে বাছিত মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

No comments

Powered by Blogger.