Header Ads

Header ADS

সূরা আল-ফালাক এর তাফসীর


ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ﻗُﻞْ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟْﻔَﻠَﻖِ
১। বল, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার প্রতিপালকের কাছে।
ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺧَﻠَﻖَ
২। তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট হতে।
এটি একটি ব্যাপকার্থবোধক বাক্য। এতে শয়তান ও তার বংশধর,
জাহান্নাম এবং ঐ সমস্ত জিনিস হতে আশ্রয় চাওয়া হয়েছে, যার দ্বারা
মানুষের ক্ষতি হতে পারে।
ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻏَﺎﺳِﻖٍ ﺇِﺫَﺍ ﻭَﻗَﺐَ
৩। অনিষ্ট হতে রাত্রির, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।
রাতের অন্ধকারেই হিংস্র জন্তু, ক্ষতিকর প্রাণী ও পোকা-
মাকড়; অনুরূপভাবে অপরাধপ্রবণ হিংস্র মানুষ নিজ নিজ জঘন্য ইচ্ছা
পূরণের আশা নিয়ে বাসা হতে বের হয়। এই বাক্য দ্বারা সে সকল
অনিষ্টকর জীব থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে।
ﻏَﺎﺳِﻖ শব্দের অর্থ হল রাত্রিকাল এবং ﻭَﻗَﺐ শব্দের অর্থ হল
প্রবেশ করে, ছেয়ে যায় প্রভৃতি।
ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺍﻟﻨَّﻔَّﺎﺛَﺎﺕِ ﻓِﻲ ﺍﻟْﻌُﻘَﺪِ
৪। এবং ঐসব আত্মার অনিষ্ট হতে, যারা (যাদু করার উদ্দেশ্যে)
গ্রন্থিতে ফুৎকার দেয়।
ﺍﻟﻨَّﻔَّﺎﺛَﺎﺕ শব্দটি হল স্ত্রীলিঙ্গ, যা ﺍﻟﻨُّﻔُﻮﺱ উহ্য বিশেষ্যর
বিশেষণ। ﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟﻨﻔﻮﺱ ﺍﻟﻨَّﻔَّﺜَﺎﺕ অর্থাৎ, গ্রন্থি বা গিরাতে
ফুৎকারকারী আত্মার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা। এ থেকে
উদ্দেশ্য হল, যাদুর মত জঘন্য কর্মের কর্তা নর ও নারী উভয়ই।
মোটকথা, এ দিয়ে যাদুকরের অনিষ্ট থেকে পানাহ চাওয়া
হয়েছে। যাদুকর মন্ত্র পড়ে পড়ে ফুঁক মেরে গিরা দিতে
থাকে। সাধারণতঃ যাকে যাদু করা হয়, তার চুল অথবা কোন ব্যবহূত
জিনিস সংগ্রহ করে তাতে যাদু করা হয়।
ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺣَﺎﺳِﺪٍ ﺇِﺫَﺍ ﺣَﺴَﺪَ
৫। এবং অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।
হিংসা তখন হয়, যখন হিংসাকারী হিংসিত ব্যক্তির নিয়ামতের ধ্বংস কামনা
করে। সুতরাং তা থেকেও পানাহ চাওয়া হয়েছে। কেননা, হিংসাও এক
জঘন্যতম চারিত্রিক ব্যাধি; যা মানুষের পুণ্যরাশিকে ধ্বংস করে
ফেলে।

No comments

Powered by Blogger.