সাধারণ জ্ঞান আন্তর্জাতিক
প্রশ্নঃ
পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
ক. বন্যা
খ. ভূমিকম্প
গ. খরা
ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ খ
প্রশ্নঃ
১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী
একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে
ভিত্তি রেখা হতে---
ক. ২০০ নটিকেল মাইল
খ. ৩০০ নটিকেল মাইল
গ. ৩৫০ নটিকেল মাইল
ঘ. ৪৫০ নটিকেল মাইল
উত্তরঃ গ
প্রশ্নঃ
'Global Terrorism Index' 2014 অনুযায়ী বিশ্বে
সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ---
ক. সিরিয়া
খ. ইরাক
গ. সুদান
ঘ. সোমালিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট
পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল--
ক. কমিন্টার্ন
খ. কমেকন
গ. কমিনফর্ম
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ
বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ' শান্তি
সংবিধান ' বলা হয় ?
ক. জাপান
খ. পেরু
গ. কোস্টারিকা
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ক
প্রশ্নঃ
১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার
সংশোধন করা হয়?
ক. ৫
খ. ৮
গ. ৪
ঘ. ৭
উত্তরঃ গ
প্রশ্নঃ
বিশ্ব প্রানী দিবস হচ্ছে ---
ক. ৪ অক্টোবর
খ. ২৩ অক্টোবর
গ. ২৯ জুন
ঘ. ১১ ফেব্রুয়ারি
উত্তরঃ ক
প্রশ্নঃ
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড 'এর প্রবক্তা---
ক. জাপান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. চীন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়--
ক. রাশিয়া
খ. ব্রাজিল
গ. ভারত
ঘ. দক্ষিন আফ্রিকা
উত্তরঃ খ
প্রশ্নঃ
জলবায়ূ পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য
কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক
করেছে?
ক. ফিজি
খ. গোয়াম
গ. পাপুয়া নিউগিনি
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ঘ
No comments